কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরতে বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কথা দিয়েছেন কোটা পদ্ধতির সংস্কার করা হবে। তিনি যা বলেন তা করেন। কিন্তু প্রধানমন্ত্রীর কথা দেয়ার পরও কোটা নিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে চলমান কোটা আন্দোলনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কুচক্রি মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ রাখার জন্য গন্ডগোল করার চেষ্টা করছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।