কোরবানির কারণে যাতে পরিবেশের ক্ষতি না হয় : সাকিব

এসে গেল পবিত্র কোরবানির ঈদ। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মুসলিম বিশ্ব পালন করবে এই ধর্মীয় অনুষ্ঠানটি। প্রায় সব মুসলিম দেশেই নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করা হলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। রাস্তা-ঘাটসহ যত্রতত্র পশু কোরবানি করা হয়। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট করা স্থানে যাওয়ার আগ্রহ কারও নেই। যার ফলে পশুর রক্ত-বর্জ্যে পচে গিয়ে দূষিত হয়ে পড়ে পরিবেশ। যদিও ইসলাম বলে ‘পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’। এবার দেশবাসীকে পরিচ্ছন্ন উপায়ে পশু কোরবানির আহ্বান জানালেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপ মাতিয়ে মাকে নিয়ে হজে যাওয়া সাকিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’