খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শুভ মহালয়ার দুর্গাপূজা উপলক্ষে চার’শ নারী-পুরুষ ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেছে, সনাতন ছাত্র-যুব পরিষদ।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শ্রী শ্রী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

খাগড়াছড়ি সনাতন ছাত্র-যুব পরিষদ পরিষদ’র কেন্দ্রীয় সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ধর্মীয় বক্তা ছিলেন, ইসকন পরিচালিত খাগড়াছড়ি শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দির’র অধ্যক্ষ শ্রীপাদ সুদর্শন জগন্নাথ দাস ব্রম্মচারী।

প্রদীপ প্রজ্জলন ও মাতৃ সম্মেলনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক পায়েল দাশ’র সঞ্চালনায় সম্পন্ন সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা।

এছাড়া উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ’র সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এড. বিধান কানুনগো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাজনীতিক ও সমাজসেবী এড. রতন কুমার দে, সমাজকর্মী বাবুল দেব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক স্বপন দেবনাথ, শ্রী শ্রী লক্ষ নারায়ণ দুর্গাপূজা উদযাপন পরিষদ’র সভাপতি স্বপন চৌধুরী এবং প্রধান শিক্ষক ধনা চন্দ্র সেন। সভা শেষে শিশু ও কিশোর শিল্পীদের পরিবেশনায় মহালয়া উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, দুই যুগ আগে প্রতিষ্ঠিত ‘খাগড়াছড়ি সনাতন ছাত্র-যুব পরিষদ’ খাগড়াছড়ি জেলার সবকটি উপজেলায় শাখা বিস্তুৃত করে বিনামূল্যে রক্তদান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, সমাজ ও ধর্মীয় সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণের আয়োজনসহ নানা ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
পানছড়ি উপজেলা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পানছড়ি উপজেলার ১০টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছে(৩ বিজিবি) লোগাং জোন। সোমবার (২৬শে সেপ্টেম্বর) সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তরে আর্থিক অনুদান তুলে দেন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম। এ সময় আগত বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সাথে তিনি মত বিনিময় করে খোঁজ-খবর নেন।

এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্য লোগাং জোনের পক্ষ থেকে জনকল্যাণমূলক এই কর্মসূচির উদ্যোগ নেয় লোগাং জোন। উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জোন অধিনায়ক। উপস্থিত মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, লোগাং জোনের পক্ষ থেকে আমরা সবসময় সার্বিক সহযোগিতা পেয়ে থাকে।

দীঘিনালা উপজেলা: খাগড়াছড়ির দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোনের সেনাবাহিনী।

রোববার (২৫শে সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রুম্মন পারভেজ পিএসসি’র পক্ষ থেকে পূজামন্ডপ উদযাপন কমিটির নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন, জোনের জোনাল স্ট্যাফ অফিসার মেজর মো: কাওসার রাশেদ সফল।

এ সময় উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার নারায়ণ মন্দির, মধ্য বোয়ালখালী রাধা মাধব সেবামন্দির, সুধীর মেম্বার পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির, পোমাং পাড়া বিষ্ণু মন্দির, বাবুছড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির, রশিক নগর শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী ৯ মাইল দুর্গা মন্দিরসহ ৯টি পূজা মন্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

নগদ অর্থ সহায়তা পেযে সন্তোষ প্রকাশ করেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি।