খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় হঠাৎ শিলা বৃষ্টিতে প্রায় ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বিচ্ছিন্ন ভাবে হঠাৎ শিলা বৃষ্টিতে প্রায় ৩০টি পরিবার টিনের ছালা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহষ্পতিবার(২১ মার্চ) রাতে পানছড়ি উপজেলার দু’তিনটি গ্রামে অতি শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রায় ৩০টির অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে পরিবারগুলো রাত যাপন করছে ঠান্ডা-গরম মানবেতর।

সরেজমিনে ৫নং উল্টাছড়ি ইউপির ৮নং ওয়ার্ডের বাউরাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় শিলা বৃষ্টিতে ফুটো হয়ে আছে ঘরের টিনের চাল। বর্তমানে পরিবারগুলোতে বিরাজ করছে বৃষ্টি আতংঙ্ক। বৃষ্টি এলেই চালের ফুটো দিয়ে ঘরে পড়বে পানি। তাই ঘরের প্রয়োজনীয় জিনিস পত্রাদি নিয়ে পড়েছে মহা বিপাকে।

ভুক্তভোগী অহ্লাপ্রু মারমা, রিন্টু চাকমা, জ্যোতি বিকাশ, রিটন চাকমা, চেইংওয়া মারমা জানান, আমরা খুবই চিন্তায় আছি। হঠাৎ বৃষ্টি এলে আমাদের দুর্ভোগের সীমা থাকবেনা।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা অহ্লাপ্রু মারমা বলেন, বৃহষ্পতিবার রাতে হঠাৎ শিলা বৃষ্টিতে তার ঘরে টিনের ছাল সব জায়গায় ফুটো হয়ে গেছে। ঘরে থাকা অনুপযোগী হয়ে গেছে। সরকারের সাহায্য পেলে ঘর নির্মান করা সম্ভব হবে, আর নইলে সেই অবস্থায় দিন কাটাতে হবে।

৮নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সম্প্রীতি খীসা বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি’র চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে ক্ষতিগ্রস্থ ’দের সাহায্য প্রদানের চেষ্টা করা হবে। এদিকে উপজেলার ১নং লোগাং ইউপির রুপসেনপাড়া এলাকাতেও শিলাবৃষ্টিতে টিন ফুটোর ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার কলেজ শিক্ষর্থী সঞ্জয় চাকমা। এ ব্যাপারে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের সু-দৃষ্টি চায় ভুক্তভোগীরা।

এর আগে দীঘিনালা উপজেলায় বিক্ষিপ্তিভাবে প্রচুর শিলা বৃষ্টি হয়েছে। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।