খাগড়াছড়ির মহালছড়ি মাইসছড়িতে ভিজিডি উপকারভোগীদের মাঝে সঞ্চয়ী অর্থ বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলা মাইসছড়িতে ভিজিডি উপকারভোগীদের মাঝে সঞ্চয়ী অর্থ বিতরণ করা হয়েছে।

“শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির সোমবার(১৩ই মার্চ) সকাল ১০টার দিকে মাইসছড়ি ইউনিয়নে ভিজিডি উপকারভোগীদের মাঝে সঞ্চয়ী অর্থ বিতরণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান সাজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সহাকরি মহিলা বিষয়ক কর্মকর্তা খোকন খীসা, ২নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সচিব জ্ঞান প্রভা চাকমা, এনজিও কর্মী নয়ন জ্যোতি ত্রিপুরা, গ্রাম পুলিশ দফাদার ইমন তালুকদার।

এসময় অন্যান্যদের মধ্যে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য অংচিনু, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গুণসিন্ধু চাকমা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াচিংটন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলার মহালছড়ি উপজেলার ২নং মাইসছড়ি ইউনিয়নের ২০২১-২০২২চক্রের ৩৫৪জন উপকারভোগীদের মাঝে ৪হাজার ৮’শ ৫০টাকা হারে মোট ১৭লক্ষ ১৬হাজার ৯’শ টাকা লভ্যাংশসহ সঞ্চয়ী অর্থ বিতরণ করা হয়।