খাগড়াছড়িতে তথ্য আপার উঠান বৈঠক

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় “নারী-পুরুষ” সমতায় তথ্য আপা” পথ দেখায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা রামগড় উপজেলার ১নং ইউনিয়ের ৯নং ওয়ার্ডে রামগড় উপজেলা তথ্য আপা কেন্দ্রের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ৫০জন মহিলাকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১ঘটিকার সময় রামগড় উপজেলার ১নং ইউনিয়নের হাতির খেদা এলাকার আশ্রয়ণ প্রকল্প নামক স্থানে তথ্য আপা কেন্দ্রের কর্মকর্তা শাপলা আক্তার এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রতীক সেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আজিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মফিজুর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় অফিসার মো: দিদারুল আলম প্রমুখ।

এসময় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব প্রদীপ কার্বারী বলেন, তথ্য আপা কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতাদের জন্য উঠান বৈঠকের আয়োজন করে দুর্গম প্রামীণ তৃণমূল নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতন করা হচ্ছে। স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিবাহ, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকুরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবা সমূহের নানা দিক সম্পর্কে অবহিত করে যাচ্ছে তথ্য আপা কেন্দ্র। তিনি উঠান বৈঠকে সকলকে তথ্য আপা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখার পরার্মশ দেন।

এছাড়াও উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো: রেহান উদ্দিন, তথ্য আপা সেবা কেন্দ্রের সহকারী তাহমিনা আক্তার, জনপ্রতিনিধিসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।