খালিদ হোসেন সিসিইউতে, অবস্থা সংকটাপন্ন

একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীতগুরু খালিদ হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে অসুস্থ অবস্থায় তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন যাবৎ হৃদ্‌রোগে ভুগছেন খালিদ হোসেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনির জটিলতা বেড়েছে। ফুসফুসেও সমস্যা হচ্ছে। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাও দেখা দিয়েছে।

বুধবার সকালে খালিদ হোসেনের ছেলে আসিফ হোসেন গণমাধ্যমে তাঁর বাবার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, বাবার অবস্থা এখন একেবারই খারাপ।

খালিদ হোসেনের বয়স এখন ৮৪। তাঁর চিকিৎসার সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

খালিদ হোসেন নজরুল সংগীতের শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন ধরে। তিনি একুশে পদক পেয়েছেন ২০০০ সালে। খালিদ হোসেনের গাওয়া নজরুল সংগীতের ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আরও আছে একটি আধুনিক গানের অ্যালবাম ও ইসলামি গানের ১২টি অ্যালবাম।