গণপরিবহন চালুর দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

গণপরিবহন চালু করার দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার ২ মে পরিবহন শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।

সকাল এগারোটায় গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে ট্রাক দাঁড় করিয়ে ও ইট দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ পরিবহনশ্রমিকেরা। এতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ পন্যবাহী বিভিন্ন যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয় । গাইবান্ধা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জামিলুর রহমান জানান, করোনায় মানুষের জীবন বাঁচানোর জন্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আমরা লকডাউনের বিরোধিতা করছি না। অব্যাহত লকডাউনে তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাঁরা লকডাউনের বিরুদ্ধে নন। তবে গণপরিবহন বন্ধ থাকায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের বাড়িতে চুলা জ্বলছে না। শ্রমিক পরিবারের সদস্যরা না খেয়ে রোজা রাখছেন। রোজগার বন্ধ থাকায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে এতে যেমন সংক্রমণের ঝুঁকি রয়েছে, তেমনি হয়রানির শিকার হতে হচ্ছে।তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই।