গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইমামদের প্রশিক্ষণ কর্মশালা অনুুষ্ঠিত

গাইবান্ধার গােবিদগঞ্জে উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যাগে ইমাম সম্মেলন ইমামদের করণীয় ভূমিকা শীর্ষক প্রশিক্ষণের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারী)সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মােকাদ্দেস আলী বাদু।

গােবিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হােসনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম,গােবিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম,অধ্যক্ষ ড. মােখলছুর রহমান,কাজী হােসাইন আহমেদ প্রমূখ।

আয়েজিত প্রশিক্ষন ও কর্মশালায় উপজেলাধীন বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম উল্লেখ করে প্রতিটি মসজিদে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে ইমাম কর্তৃক মুসুল্লিদের উদ্দেশ্যে বয়ান করার পরামর্শ দেন ।প্রত্যেক ইমামগণ জুমার নামাজের দিন সকল মুসল্লীদেরকে তাৎপর্য পূর্ণ সঠিক ইসলামিক বয়ান দেন, যেন জঙ্গিবাদের প্ররোচনায় প্ররোচিত না হয়ে নিজেদের নিরাপদে রেখে দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারে।