গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধ মিটিয়ে ১০পরিবারে রাস্তা বের করে দিলেন এসিল্যান্ড

গাইবান্ধার জেলার ছাপরহাটি ইউনিয়নের পূর্ব ছাপরহাটি মৌজার একটি স্থানে প্রায় ৩৬ শতাংশ জমিতে ১০টি পরিবারের প্রায় ৪০ জন ব্যক্তি বেশ কয়েকদিন থেকে অবরুদ্ধ ছিল।
২৫ জুলাই বিকালে তা সমাধান করে সামনের জমির (পূর্বের ব্যবহার্য রাস্তার সাথে মিল করে একদিকে) মালিকদের প্রস্তাবমতে রাস্তা বের করে দেয়া হয়েছে এবং জমি মালিকগণ সাব-রেজিট্রি অফিস খুললে রেজিট্রি করে দিতে সম্মত হয়েছেন।

প্রতক্ষ‍্যদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জমি নিয়ে অনেক দিন থেকেই দুই দলের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। অবশেষে তার সমাধান করায় এলাকাবাসী অনেক খুশি।

সেই সাথে সুন্দরগঞ্জ এসিল্যান্ড ভূমি মালিক বাদল ও বাবলুকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ও মেম্বারকে, পূজা উদযাপন কমিটির সদস্যদের, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে, গণমাধ্যমকর্মীদের, পুলিশ বিভাগের কর্মকর্তাসহ সদস্যগণকে, ভূমি অফিসের স্টাফসহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) ও উপস্থিত সুধীজনকে সহযোগিতা ও সমন্বয় সাধনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।