গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৬ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রোববার (২রা এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরো বান্ধব অন্তরভুক্তিমূলক বিশ্ব গঠন। পরে জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াস জিকু, ডাঃ সোহেল পারভেজ প্রামানিক, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ নাছির উদ্দিন, বুন্ধি প্রতিবন্ধী বিষয়ক অফিসার আখতার হোসাইন, বুন্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী সরকার, এনজিও কর্মী আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, মঞ্জিলা হক, সজিব মিয়া প্রমুখ।