গাইবান্ধা সরকারি কলেজে ঈদ মিলাদুন্নবী (সাঃ) এবং এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গাইবান্ধা সরকারি কলেজে ঈদ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে গাইবান্ধা সরকারি কলেজের হল রুমে অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. সবুর উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাও. মোত্তালিবুর রহমান, ছাত্রনেতা কামাল হোসেন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মো. সম্রাট মিয়া ও উম্মে হাবিবা সিথি প্রমুখ।

বক্তাগণ মানবতার মুক্তির অগ্রদূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার জীবনী গ্রন্থ পাঠের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা এমন এক আলো যা শিক্ষার্থীদের ভেতরের সব কলুষতা মুছে একজন মানুষকে নির্মল ও সুন্দর করতে পারে। একজন সফল মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরী। ভালো মানুষ হতে পারলে সাফল্য তার পেছনে ছুটবে।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাও. মোত্তালিবুর রহমান। ঈদ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত ১০টি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী ৪২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।