চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আযমের মৃত্যু

দীর্ঘ ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহত ফায়ার সার্ভিসের আরও এক কর্মী মণিরামপুরের গাউসুল আযম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে।

শনিবার (১১ জুন) দিনগত রাত ৩টা ১১মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১২ জুন) ভোরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, গাউসুল আজম গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনায় গুরুতর আহত হন। ৫ জুন সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। আগুনে গাউসুলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এ মৃত্যুর খবর গাউসুল আযমের গ্রামের বাড়িতে পৌছালে পরিবারের সদস্যদের আহাজারী, আর্তনাতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। গোটা এলাকায় চলছে শোকের মা