চট্টগ্রামে ২২১ জন মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

চট্টগ্রামের ২২১ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম নগর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ উপহার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদেরকে আবার ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যুদ্ধে এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম নগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, আলী হাসান ও মুছা নাছের চৌধুরী।

জেলা প্রশাসন প্রদত্ত এই উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, এক কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল, পাঁচ প্যাকেট সেমাই ও একটি লুঙ্গি।