চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠিত

চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগরে অবস্থানরত, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত পরিবহণ শ্রমিকদের বৃহত্তর ঐক্যবদ্ধ এবং শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন।

(২ মে রবিবার) বিকাল ৪টায় নগরীর রেলওয়ে স্কুল সংলগ্ন পরিবহণ শ্রমিক লীগের কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মো. কালিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় সমন্বয়ক স ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. হাসান মুরাদ, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সাথী কামাল, খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন।

এসময় বক্তারা বলেন, সবসময় পরিবহণ শ্রমিকরা অবহেলার পাত্র হিসেবে গণ্য করা হয়। চলমান লকডাউনেও পরিবহণ শ্রমিকরা অবহেলার স্বীকার। বক্তারা আরো বলেন, পরিবহণ শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও যথাযথ নেতৃত্বের অভাবে পরিবহণ শ্রমিকদের কৃতিত্ব জনসম্মুখে উঠে আসেনা।

আলোচনা সভা শেষে পরিবহণ শ্রমিকদের অধিকার আদায় এবং আওয়ামী মতাদর্শের পরিবহণ শ্রমিকদের ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে চট্টগ্রাম মহানগর সড়ক পবিরহণ শ্রমিক লীগ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে বিশিষ্ট পরিবহণ শ্রমিক নেতা মো. মিনহাজকে সভাপতি ও মো. কালিম শেখকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহণ শ্রমিক লীগের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠন করা হয়।