জরুরি বৈঠক করছে পাকিস্তান

পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। খবর ডনের

মঙ্গলবার বেলুচিস্তানের সীমান্তবর্তী শহর পাঞ্জগুরে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালায় ইরান।

সম্প্রতি সিরিয়া ও ইরাকে ইরান যে ধারাবাহিক হামলা চালিয়েছে তার অংশ হিসেবে ইরান এ হামলা চালিয়েছে। আগে থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে। এর মধ্যে উদ্বেগ বাড়াল দেশটি।

ইরানের হামলায় প্রতিবাদে পরদিন দেশটির বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) নামে সন্ত্রাসী সংগঠনগুলোর ব্যবহৃত গোপন আস্তানায় হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তানের ওই হামলায় এক গ্রামে লক্ষ্য করে চালানো হামলায় নয়জন নিহত হয়েছে, এ তথ্য দিয়েছে ইরানের ইরনা নিউজ এজেন্সি।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি বলেছেন, নিহতরা সবাই বিদেশী নাগরিক। এ হামলার ব্যাখ্যা জানতে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান।