‘জাতীয় সরকার’ গণমুখী শক্তির কর্তৃত্বে গঠিত হবে : জেএসডি

‘জাতীয় সরকার’ প্রশ্নে জেএসডির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারকে প্রচন্ড গণআন্দোলনের মধ্য দিয়ে পরাভূত করে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, ক্ষমতা কাঠামোর মৌলিক পরিবর্তনসহ ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠিত করার ঐতিহাসিক প্রয়োজনে গণমুখী শক্তির কর্তৃত্বে ‘জাতীয় সরকার’ গঠিত হবে।

আজ জেএসডি ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বন্ধ করা, বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা বাতিল ও পদ্মা সেতুতে মাত্রাতিরিক্ত টোল নির্ধারণের প্রতিবাদে বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে তোপখানা হয়ে বিজয় নগরে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেএসডির কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দা, ফাতেমা হেনা,আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন,এম এ ইউসুফ,মহানগর নেতা আবদুল মান্নান,কামরুল আহসান অপু,ইসমাইল হোসেন,মুসফিকুর রহমান সাজু,ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা,গোলাম সরকার ফারুক প্রমূখ।

জেএসডি নেতৃবৃন্দ বলেন আন্দোলন-সংগ্রাম ও জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবনের মধ্য দিয়ে জাতীয় সরকারের গতিপথ নির্ধারিত হবে। ‘জাতীয় সরকার’ যান্ত্রিক উপায়ে নির্ধারণের বিষয় নয়। এটা রাজনৈতিক প্রক্রিয়া ও অপ্রতিরোধ্য আন্দোলন-সংগ্রামের ফলশ্রুতি হিসেবে আত্মপ্রকাশ করবে।

জেএসডি নেতৃবৃন্দ আরোও বলেন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন পরিচালনাকারী মূল চালিকাশক্তিসমূহের সমন্বিত রূপরেখার মাধ্যমে জাতীয় সরকারের কাঠামো এবং করণীয় নির্ধারিত হবে। জাতীয় সরকার কোন একক দল বা সংগঠনের ইচ্ছাধীন থাকবে না। সেখানে জনগণের বৃহত্তর অংশের ইচ্ছা ও অভিপ্রায়ের প্রতিফলন ঘটবে।