প্রথমবারের মতো উদযাপন

জাতীয় ভোটার দিবস আজ

দেশে প্রথমবারের মতো শুক্রবার জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। প্রতিপাদ্য বিষয় ‘ভোটার হব, ভোট দেব’।

এখন থেকে বছরের ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে জাতীয় ভোটার দিবস পালনে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।

তিনি আরও জানান, সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গিয়ে শেষ হবে। এরপর কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন ভবনে বিকেল ৪টায় একটি আলোচনা সভা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইস) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এতে রাষ্ট্রপতি মো আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়া উপজেলা, জেলা, বিভাগ পর্যায়েও ভোটার দিবস পালনের জন্য যাবতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

এখন থেকে প্রতিবছর ১ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হবে। উপজেলা নির্বাচন থাকায় শুধু এ বছর এপ্রিলের ১ তারিখ থেকে হালনাগাদ কার্যক্রম শুরু করা হবে।