জ্ঞান ফিরেই জানতে চাইলেন খেলার ফলাফল কী?

ফুটবল তার রক্তের সঙ্গে মিশে আছে। ফুটবলই তার ধ্যানজ্ঞান। স্যার অ্যালেক্স ফার্গুসন এখন সংকটমুক্ত। গত পরশু তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে ক্যাবিনে আনা হয়েছে।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি কোচ।

জ্ঞান ফেরার পর ফার্গুসনের প্রথম প্রশ্ন ছিল ফুটবল নিয়ে। ম্যানইউ লিজেন্ডের ছেলে ড্যারেন ফার্গুসন ইংল্যান্ডের লিগ ওয়ানের ক্লাব ডনকাস্টার রোভার্সের কোচ। ফার্গুসনের অস্ত্রোপচারের দিন উইগান অ্যাথলেটিক্সের বিপক্ষে ম্যাচ ছিল ডনকাস্টারের।

ইংল্যান্ডের পত্রিকাগুলোর দাবি, জ্ঞান ফেরার পর ছেলের কাছে ম্যাচের ফলাফল জানতে চান ফার্গুসন। মজা করে বলেন, ২৬ মে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে তিনি কিয়েভে যেতে চান।