ট্রেনের ফিরতি যাত্রা স্বাভাবিক, যাত্রীর চাপ নেই

ঈদযাত্রায় ট্রেনে যাত্রীদের নানান দুর্ভোগের মধ্যে দিয়ে বাড়ি যেতে হলেও ফিরছেন অনেকটা আরামেই। যাত্রীরা বলছেন, ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে নির্ধারিত সময়েই ট্রেন ছেড়েছে। পথেও কোনো ভোগান্তি হয়নি।

জামালপুর থেকে আসা যমুনা এক্সপ্রেসের যাত্রী শফিক বলেন, ছুটি শেষে আবার ঢাকায় ফিরে এসেছি।

ট্রেনে কোনো বাড়তি ভিড় নেই। নির্বিঘ্নেই ঢাকায় পৌঁছেছি। আজ বা কাল থেকে যাত্রীর চাপ অনেক বাড়বে।
এ ব্যাপারে কমলাপুর স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বলেন, আজ ঢাকা ছাড়ার যাত্রীর চাপ স্বাভাবিক।

কিন্তু আসার যাত্রী বেশি। আগামী শুক্র ও শনিবার আসার যাত্রী সবচেয়ে বেশি হবে। এখন ট্রেন চলাচলে কোনো বিপর্যয় নেই। আজ মোট ৪১ জোড়া ট্রেন আসা-যাওয়া করবে।