ডিএইচএমএস মেধা তালিকায় সারা দেশের ৩য় কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের মুজাহিদা

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে অনুষ্ঠিত ডিএইচএমএস পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশিত হয়েছে ৯ ফেব্রুয়ারী। এতে সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী মুজাহিদা পারভীন সারা বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন।

বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারী) কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জনকারী মুজাহিদা পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অনুরূপভাবে হোমিওপ্যাথিক কলেজেও কৃতি ওই শিক্ষার্থীকে সম্মাননা জানান কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিক৷
উভয় সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আশিকুর রহমান, কলেজের প্রভাষক ডা. মো. হাবিবুর রহমান, ডা. ফাতেমা খাতুন, ডা. আফিয়া খাতুন, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. নার্গিস পারভীন, সাংবাদিক মো. শফিকুর রহমান প্রমুখ৷

উল্লেখ্য, মুজাহিদা পারভীন (২২) সাতক্ষীরা সদরের ডাক্তার আব্দুল্লাহ আল ফারুকের মেঝ কন্যা। তার স্বামী সাতক্ষীরার আমতলার ওয়ালটন সার্ভিসিং সেন্টারের ইঞ্জিনিয়ার।

মুজাহিদা পারভীন ভবিষ্যতে ভালো ডাক্তর হয়ে মানুষের সেবা করতে চান বলে অভিপ্রায় ব্যক্ত করেন।