ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্লা বাজার সংলগ্ন ক্ষতিগ্রস্থ একটি পাকা সেতু সংস্কার কাজ করার কারণে গোড়াই থেকে পাকুল্লা বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে এ যানজট দেখা দিয়েছে।

সোমবার সকাল থেকে এ যানজট শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে দীর্ঘ যানজট রয়েছে বলে জানিয়েছেন এক বাসচালক। যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর প্রণব জানান, পাকুল্লা সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মহাসড়কের এ স্থানে এক লেনে গাড়ি চলাচল করছে। ধীরগতিতে গাড়ি চলাচল করার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। তবে এ যানজট খুব দ্রুত নিরসন করা হবে বলে জানান তিনি।