তালা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও নতুন কমিটির অভিষেক

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক বনভোজন, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী) তালার গোপালপুর খোলা জানালা ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত হয়।

সেখানে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ রামপ্রসাদ হালদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ, উপ-পুলিশ পরিদর্শক প্রীতিশ রায়, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, ঘের ব্যবসায়ী সৈয়দ সোহেল রানা, এম মোস্তাক আহম্মেদ, মিজানুর রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের নেতা সৈয়দ ইদ্রিস, শাহিনুর খাঁ প্রমুখ।
এসময় শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
প্রথমেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
এরপর তালা প্রেসক্লাবের নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।