থামানোর সংকেত দেওয়া পুলিশকে পিষে মারলো প্রাইভেটকার

রাজধানীর গুলশানে চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া দায়িত্বরত পুলিশের এএসআইকে চাপা দিয়েছে এক প্রাইভেটকার। পরে ওই ঘটনায় আহত এএসআই লিটন মিয়ার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর গুলশান-১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত এএসআই লিটন। গত ৪ জুলাই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে রোববার সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।

গুলশান ১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত হন লিটন মিয়া। এ ঘটনায় চালককে আটক করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গত ৪ জুলাই লিটন মিয়া গুলশান চেকপোস্টে দায়িত্বে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন তিনি। গাড়ি না থামিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাকে বাধা দেয় লিটন।

এ সময় গাড়ির ধাক্কায় লিটন গুরুতর আহত হলে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। এ ঘটনায় গুলশান থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। – যুগান্তর