দিনাজপুরের পার্বতীপুরে মাস্ক না পরায় ৬২ জনকে জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে বৃহস্পতিবারও (৮ এপ্রিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ৬২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকেই দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় বাসটার্মিনাল, নতুন বাজার, পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়ক তিস্তা ক্যানেল ব্রীজ, শেখ রাসেল চত্তর হ্যাচারী মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পথচারী, গাড়ী চালক, বিভিন্ন ব্যাবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্যবিধি বিষয়ে সরকারি নির্দেশনা প্রদান করা হয়। এ সময় মাস্ক না পরার কারনে গত ৫ দিনে ৬২টি মামলায় ৬২ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, মাস্ক না পরে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মেনে চলা এ অর্থদন্ড দেওয়ায় তার আশেপাশের মানুষ সতর্ক হওয়া।

তিনি আরও বলেন, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।