দিশাহারা বাংলাদেশ,ইনিংস থামল ১৭২ রানে

১৪৯ রান নিয়ে চা বিরতি থেকে ফেরা বাংলাদেশ শেষ ২ উইকেটে আর কতই-বা যোগ করতে পারবে! প্রথম ইনিংসের দলীয় সংগ্রহ যে দুই শ ছাড়াচ্ছে না এটা তো অনুমেয় ছিল। হলোও তাই। তৃতীয় সেশনে আগের সঙ্গে ২৩ রান যোগ করতে গুটিয়ে যায় বাংলাদেশ দল। স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ১৭২ রানে।

নাঈম হাসান ও তাইজুল ইসলাম সমান ৪ রান নিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনের শেষ সেশন শুরু করেন, তবে থিতু হতে পারেননি তাইজুল। ব্যক্তিগত ৬ রানে গ্লেন ফিপিলসের বলে এলবিডব্লিউ হন তিনি। শেষ উইকেট জুটিতে শরিফুল ইসলামের সঙ্গে ১৮ রান যোগ করেন নাঈম। শরিফুল ১০ রান করে ফিরে গেলে অল আউট হয় বাংলাদেশ।

এটিই নিউজিল্যান্ডের পেসারদের দিনের একমাত্র সাফল্য।নাঈম অপরাজিত থাকেন ১৩ রানে। নিউজিল্যান্ডর হয়ে ৩টি করে উইকেট নেন ফিলিপস ও মিচেল স্ট্যান্টনার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংসটি মুশফিকুর রহিমের।

শাহাদাৎ হোসেন করেন ৩১ রান। মিরপুরের স্পিন স্বর্গে আর কোনো ব্যাটার ৩০ রানের গণ্ডি টপকাতে পারেননি।