দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক এমপি

সাতক্ষীরার দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

বুধবার সকাল ১০টায় উপজেলার গাজীরহাট বাজারে ফলজ-বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবিলার রহমান, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুর রহমান রব, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক মাহামুদ হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমিনুর রহমান, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম, মিজানুর, কৃষকলীগের সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক মিলন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজে রূপান্তরিত করতে হবে। গাছ পরিবেশের বন্ধু, তাই সমাজকে বাঁচাতে আমাদের প্রত্যেকে গাছ লাগাতে হবে।