নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীদের ক্যারাতে প্রশিক্ষন

নওগাঁর পত্নীতলায় ডাসকো ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন বৃদ্ধি (প্রোসপেক্ট) প্রকল্পের আয়োজনে স্টুডেন্ট ফোরাম সদস্যদের নিয়ে ৫দিনব্যাপী আত্মরক্ষামূলক ক্যারাতে (মার্শালআর্ট) প্রশিক্ষনের উদ্বোন করা হয়েছে।

শনিবার আন্তর্জাতিক দাতা সংস্থা ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভলপমেন্ট ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় উপজেলার পত্নীতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, এলাকা সমন্বয়কারী রাবেয়া সরকার এলিনা, প্রশিক্ষক শম্পা, সাংবাদিক মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, সূধীজন প্রমূখ।

সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার সংরক্ষণ, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি বৈষম্য এবং নির্যাতন প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে মেয়েদের আত্মরক্ষামূলক ক্যারাতে (মার্শালআর্ট) প্রশিক্ষন উপজেলার পত্নীতলা উচ্চ বিদ্যালয়, নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, গাহন উচ্চ বিদ্যালয়, শ্যামবাটী উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৪জন করে মোট ২০জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।