নওগাঁর মান্দায় দুটি গরু ও দুইটি ছাগল চুরির

নওগাঁর মান্দায় দুটি গরু ও দুইটি ছাগল চুরির ঘটনা ঘটছে।

রবিবার (২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম সাহেব আলী (৪৫) ও তার বোন তারা বানু (৪৮) তারা উভয়ে তেঁতুলিয়া সোনারপাড়া গ্রামের বাসিন্দা।

জানাযায়, শোবার ঘরের পাশে টিনের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি তার গোয়াল ঘর রবিবার সন্ধ্যায় গোয়াল ঘরে দুটি গরু ও দুটি ছাগল তুলে দরজা তালা বন্ধ করে দেন। এরপর রাতে খাওয়া- দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে । হঠাৎ আনুমানিক ৩ টার দিকে সাহেব আলীর জামাই বাবু (৩৪) গাড়ির শব্দ শুনতে পাই সে মনে করেছে তাদের গাড়ি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে উঠে দেখে তাদের গাড়ি না।

পরে দেখে যে তাদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গরু ও দুটি ছাগল চুরি করে নিয়ে চলে যায় চোরেরা। এ বিষয়ে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মান্দা থানা তদন্ত অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি তবে অভিযোগ পেলে চুরি যাওয়া গরুগুলো উদ্ধাসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হবে।