নেত্রকোনার আটপাড়ায় পাওনা টাকা নিয়ে দু,পক্ষের সংঘর্ষ, আহত-১১

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পাওনা টাকা নিয়ে দু,পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন
আহত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে সামনে পাকা রাস্তা শরিফের দোকানে একই গ্রামের মগল মিয়ার ছেলে মুরাদ (৫২) সাথে মৃত আচন আলী ছেলে রতন সুনামগঞ্জ জেলা হতে গরু এনে ব্যবসা করেন, এতে মুরাদ এর আত্মীয় হতে রতন বাকীতে গরু আনে টাকার জন্য বললে,কথার কাটাকাটি হয়, এক পযার্যে সংঘর্সের বাধে।

এতে আহত হন,রফিকুল (২৬) ছোটন(৩০) শামীম(৩৫) হেলাল(৩০) আমিনুল (৩৫)আঃ রাজ্জাক (৫৫) রফিকুল (৩৮) অপর পক্ষে আহতরা হলেন,মুরাদ(৫২) শাকিল (২০) জসিম(২৮) ওয়াসিম(৩০) আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে কতব্যর্রত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রফিকুল ইসলাম (৩৮) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বাকী আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ওি রয়েছে।

মুরাদমিযার সাথে কথা বলে জানা যায়, সুনামগঞ্জ জেলা নিজ গাও হতে বাহাদুরপুর গ্রামের গরু ব্যবসায়ি রতন মিয়া মুরাদ এর আত্মীয় হতে গরু বাকী আনে,বাকী টাকা কবে দিবে জানতে চাইলে,(৬ ডিসেম্বর সকালে) শফিকুলের দোকানে বসে থাকা আরিফ,শরিফ আমাকে গালাগালি শুরু করে, এক পযার্যে তারা আমার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

মদন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন শামীম জানান, রতন মিয়া সুনামগঞ্জ জেলা হতে গরু এনে আমাদের এলাকায় ব্যবসা করে, তাই কিছু টাকা বাকী ছিল, ঐ টাকার জন্য মুরাদ আমাদেরকে অনৈতিক ভাবে চাপ প্রযোগ করেন,এতে সংঘর্সের
সূত্রপাত হয়।

আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ, উজ্জ্বল সরকার নিকট সংঘর্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখন পযর্ন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।