নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা

নেত্রকোনা জেলায় বিভিন্ন দাপ্তরিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার ( ১২ নভেম্বর ) বিকেলে দুর্গাপুর সুধী সমাজের আয়োজনে কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এ নাগরিক সংবর্ধনা দেয়া হয়। প্রথমে সংবর্ধিত জনসহ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ সহ উত্তরীয় পরানো হয়।

নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হকের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি জনপদ চোধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপুরের মোহাম্মদ রাজীব উল আহসান, শ্রেষ্ঠ কলেজ প্রধান দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,আগষ্ট মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার দুর্গাপুরের এএসপি মাহমুদা শারমীন নেলী, বিশ্ব জনসংখ্যা দিবস -২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ছবি রানী চক্রবর্তী ও করোনাকালীন মানবিক যোদ্ধা হিসেবে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান সহ প্রত্যেকের হাতে নাগরিক সংবর্ধনা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূঁইয়া, থানা পুলিশ উপপরিদর্শক শুভাশিষ গাঙ্গুলী, উপজেলা আওয়ামী সাবেক সহ সভাপতি স্বপন স্যানাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন, সাধারন সম্পাদক ওয়ালী হাসান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এফ এন আলম, সদস্য রোকন উদ্দিন, কবি দুনিয়া মামুন, কবি আবুল কালাম আজাদ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করা কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা দিলো দুর্গাপুর সুধী সমাজ।