নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা সফল করতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে আসছেন। সেখানে তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা ২টায়। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া দলের সিনিয়র নেতা বক্তব্য রাখবেন।

জনসভায় যোগ দিতে আসা গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল বলেন, ‘আজকে জনসভা জনসমুদ্রে পরিণত হবে। আমাদের একটাই দাবি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই।’

জনসভা মঞ্চে বাজানো হচ্ছে দেশাত্মবোধক গান। মঞ্চের সামনে বসার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে। এতে কখনো বসে, কখনো দাঁড়িয়ে খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই; মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই বলে গ্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

জনসভা ঘিরে সকাল থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।