পরীক্ষামূলক ট্রেন এবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন চালুর আগে নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি-না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ৮টি বগি নিয়ে ট্রেনটি ছেড়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি সকাল ১০টা ৪০ মিনিটে সংস্কার হওয়া কালুরঘাট সেতু এবং সকাল সাড়ে ১০টায় দোহাজারী স্টেশন অতিক্রম করেছে। ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার পৌঁছার কথা রয়েছে।

ট্রেনটিতে আছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম ও রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা।