পশ্চিমবঙ্গে ২য় ধাপে ৩০ আসনে ভোট, নন্দীগ্রামে ১৪৪ ধারা

পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে চার জেলার ৩০ আসনে ভোট শুরু হয়।

দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৩০ আসনে ১৭১ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই নির্বাচনে।

এর মধ্যে আলাদা করে গুরুত্ব পাচ্ছে নন্দীগ্রাম। সেখানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

আনন্দবাজারের খবরে বলা হয়, ভোট শুরু হতেই নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও বোমাবাজি, কোথাও আবার বুথের পাশে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে নন্দীগ্রামের বয়ালে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
তৃণমূলের অভিযোগ, কয়েকটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছেন বিজেপির কর্মীরা।

যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা নন্দীগ্রামকে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক তার পর পরই বিজেপি শুভেন্দুকে নন্দীগ্রামেই প্রার্থী করে।

২০১৬ সালে এ ৩০ আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই সময় তৃণমূলের হাতে ছিল ২১টি আসন।