পাটুরিয়া ঘাটে ফেরি ডুবে যাওয়ায় দৌলতদিয়ায় যানজট

পাটুরিয়া ঘাটে আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় ওই নৌরুটে ফেরি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ কারণে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া অংশে আটকা পড়েছে যানবাহন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে ‘রো রো আমানত শাহ ফেরি’। এ সময় ২ থেকে ৩টি গাড়ি নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

জানা গেছে, ফেরিঘাটের জিরো কিলোমিটার থেকে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এছাড়া পার হওয়ার অপেক্ষায় প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে দাঁড়িয়ে আছে প্রচুর যাত্রীবাহী বাস।

বাস চালক কামাল হোসেন জানান, সকাল থেকে ঘাটে অপেক্ষায় আছি। পার হতে পারবো কিনা জানি না। তবে এইভাবে বসে থাকলে অসুস্থ হয়ে যাবো গরমে।

আরিচা ফেরি স্টেশনের পরিদর্শক মুজিবুর রহমান জানান, ফেরি ডুবে যাওয়ার পর পানির নিচ থেকে এখন পর্যন্ত ৫টি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

বিআইডাব্লিউটিসি কর্মকর্তা জানান, পাটুরিয়ার ৫ নম্বর ঘাট কখন সচল হবে তা ঠিক ভাবে বলা যাচ্ছে না। যতক্ষণ ঘাট চালু না হবে ততোক্ষণ পর্যন্ত যানবাহনের জটলা থাকবে।