পাবনায় অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ বিদ্যুৎ চুরির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। আজ রবিবার দাশুড়িয়া জোনাল অফিসের আওতায় সদর উপজেলায় ১৩৯টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ সময় অবৈধ সংযোগ ব্যবহারকারীদের হাতে নাতে ধরে জরিমানাও করা হয়েছে বলে জানান তারা।

পাবনার পল্লী বিদ্যুৎ-১ দাশুড়িয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান জানান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আকমল হোসেনের নির্দেশে আজ রবিবার নাজিরপুর অফিস আওতাধীন দাপুনিয়া, হেমায়েতপুরের মধ্যে ১১৯টি মিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ ১৭ লাখ ১৬ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করাও হয়েছে। গত এক সপ্তাহ ধরে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে, তা নিয়মিত চলমান থাকবে।
সহকারী জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন লাইন টেকনিশিয়ান মোঃ মহিউদ্দিনসহ দায়িত্বরত লাইনম্যানগণ।
পাবনার পল্লী বিদ্যুৎ-১ কর্তৃপক্ষ জানায়, একটি সুযোগ সন্ধানী চক্র গ্রাহক দের লোভ দেখিয়ে মিটারে কম বিল আনার কথা বলে কৌশল করে মিটারের লক সিল অভিনব কায়দায় কেটে, মিটারের ভেতরে রিডিং ডিভাইজ শর্ট করে বিদ্যুৎ চুরি করছিল।
এতে বিদ্যুৎ খাতে সিস্টেম লস ও রাজস্ব হারাচ্ছে সরকার। আগামীতে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।