পাবনায় বাসচাপায় প্রাণ গেল তিনজনের

পাবনায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের হারেজ মোল্লার ছেলে মিলন হোসেন (৩০) ও চিনাখরা গ্রামের শিপন শেখের মেয়ে রিয়া (২) ও চরদুলাই গ্রামের আশরাফ আলী মন্ডলের স্ত্রী নবীরন বেগম (৬০)।

পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আল-অমিন পরিবহনের একটি বাস পাবনা যাচ্ছিল। চিনখাড়া বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই মিলন হোসেন মারা যান। আর আহত ছয়জনকে হাসপাতালে নেওয়ার পথে রিয়া মারা যায়। পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নবীরন বেগম।

আহত চারজনকে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে জানিয়ে ওসি আনোয়ার বলেন, পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।