পাবনা আটঘরিয়া পৌরসভা নির্বাচন ২৩ ডিসেম্বর

পাবনা জেলার আটঘরিয়া পৌরসভায় নির্বাচনের তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসীল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই পৌরসভার জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের ৮৯তম কমিশনসভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর এক ব্রিফিংয়ে এই তফসীল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই কমিশন সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসীল অনুযায়ী, পৌরসভা নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। বাছাইয়ে যেসব প্রার্থী বাদ পড়বেন, তারা ৩০ নভেম্বর আপিল করতে পারবেন। ৩ থেকে ৫ ডিসেম্বর এসব আপিল নিষ্পত্তি করা হবে। এরপর ৬ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে। ভোট হবে ২৩ ডিসেম্বর। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি একেএম হুমাযুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহামদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।