পার্বত্য পর্যটন নগরী সাজেকে এক বিধবা মা’কে ধান কাটায় সহায়তা করলো-ইউপিডিএফ

পার্বত্য পর্যটন নগরী সাজেকে এক বিধবা মা’কে ধান কাটায় সহায়তা করলো ইউপিডিএফ কর্মীরা। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটের বামে বাইবাছড়া গ্রামের এক বিধবা মায়ের জমিতে ধান কাটায় সহায়তা প্রদান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) বাঘাইছড়ি ইউনিট।

বৃহস্পতিবার (৩রা নভেম্বর) ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে ১৫জনের একটি টিম এই ধান কাটা কাজে সহায়তা প্রদান করেন।

ধান কাটা শেষে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফ জনগণের পার্টি হিসেবে জনগণের সুখে-দুঃখে সব সময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
স্থানীয় এলাকাবাসী ইউপিডিএফের এমন উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতাবোদ জানিয়েছেন।