পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমার পারিবারিক বিরোধে ৪ জন হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম পাতাকাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিরোধে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আহতরা হলো-সোহরাপ হাওলাদার, দুলাল হাওলাদার, পান্না হাওলাদার এবং সোহরাপ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম।দুলাল হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর বেশ কয়েক ঘন্টা তিনি অজ্ঞান ছিলেন।

জানা গেছে, বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে সোহরাপ হাওলাদারের চাচাতো ভাই ইসমাইল ও ইয়াকুব গং কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে সোহরাপ হাওলাদারের বাড়িতে সুপারি পাড়তে আসে।জোরপূর্বক সুপারি বাগান থেকে সুপারি পাড়ার সময় সোহরাপ গং বাধা দিলে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।হামলা চালিয়ে ইজিবাইক গাড়িতে কয়েক বস্তা সুপারি নিয়ে যায় তারা।আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম জানান,পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।