পিরোজপুরের মঠবাড়িয়াকে মাদকমুক্ত করা হবে : ডিআইজি আক্তারুজ্জামান

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) সকালে খাস মহল লতীফ ইনস্টিটিউশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম আক্তারুজ্জামান মঠবাড়িয়াকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মঠবাড়িয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং পুরো পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নব নিযুক্ত পৌর প্রশাসকের সহযোগিতার প্রশংসা করেন ডিআইজি আক্তারুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজী এমপি।

পিরোজপুর জেলা পুলিশ সুপার সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রানী, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক, পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, অধ্যক্ষ গোলাম মোস্তফা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।