পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী নেত্রীকে হুমকি, থানায় জিডি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মনোয়ারা বেগম নামে এক নারী নেত্রীকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

মনোয়ারা বেগম সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য,উপজেলা নারী অপরাজিতার সহ-সভাপতি ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য।

রবিবার (২ জানুয়ারী) মঠবাড়িয়া পৌর শহরের স্টার টেইলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় স্টার টেইলার্সের মালিক মোঃ মাইনুর আকনের ছেলে নাইম হোসেনকে (২২) ১ নং বিবাদী করে মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। মঠবাড়িয়া থানার জিডি নং- ৯৫ তাং-০২.০১.২০২২ খ্রি.।

অভিযোগে উল্লেখ করা হয়,ঘটনার দিন টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ছেলে ও কর্মচারীদের সাথে মনোয়ারা বেগমের তর্ক বিতর্ক হয়।এক পর্যায়ে তারা মনোয়ারা বেগমকে কিল ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্ন হুমকি প্রদান করে।

মাইনুর আকন দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আমজাদ আলী আকনের ছেলে। এ ব্যাপারে তাকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায় নি।

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন আছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।