পুলিশের গাড়িতে বিস্ফোরণে আইএসের সংশ্লিষ্টতা মেলেনি

রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস-এর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে এ ঘটনায় আইএস-এর দায় স্বীকারের বিষয়টি পুলিশের নজরে এসেছে বলে জানানো হয়েছে।

সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, ‘হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইএস-এর দায় স্বীকারের বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে আইএস-এর কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

উল্লেখ্য, রোববার (২৬ মে) রাত ৮টা ৫৩ মিনিটে মালিবাগ মোড়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িতে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার এবং রিকশাচালক লাল মিয়াসহ দুই পথচারী আহত হন।

এ ঘটনার পর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় জঙ্গি তৎপরতা বিষয়ক খবরের ওয়েবসাইট ‘ইন্টেলিজেন্স’।