ফিট নেইমারকে বিশ্বকাপে পাচ্ছে ব্রাজিল?

বিশ্বকাপের আগে ব্রাজিল সমর্থকের দারুণ সুখকর সংবাদ। রাশিয়া বিশ্বকাপের আগেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের সবচেয়ে বড় তারকা নেইমার প্যারিসে ফিরেছেন। তাই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল যজ্ঞে ফিট নেইমারকেই পাচ্ছে আসরের অন্যতম ফেভারিট দলটি।

ফরাসি সংবাদপত্র এল ইকুইপের দাবি, দু’সপ্তাহ ধরে ক্রাচ ছাড়াই হাঁটাচলা করছেন নেইমার। তবে কবে থেকে নেইমার অনুশীলনে ফিরবেন সে বিষয়েও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।

অবশ্য শোন যাচ্ছে, আগামী ১৭ মে ফিটনেস টেস্ট হবে নেইমারের। যদি এই টেস্টে ভালো খবর পাওয়া যায়, তবে আগামী ১৯ মে পিএসজি হয়ে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অবশ্য কয়েকদিন আগে নেইমার নিজেই জানিয়েছিলেন, এই মে’র মাঝামাঝিতে পুরো সুস্থ হয়েই মাঠে নামতে পারবেন তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। এর পর তাঁর অস্ত্রোপচার হয়। আশার কথা, এখন তিনি অনেকটাই ফিট। বিশ্বকাপে পুরো ফিট হয়ে মাঠে নামতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।