‘ফুটপাতের মেয়ে’: রাস্তার আলোয় চলে লেখাপড়া

ধানমন্ডি সাত নম্বর সড়কের ফুটপাত। অনেকগুলো পরিবার খোলা আকাশের নিচে সংসার পেতেছে। ঢাকায় খুব অস্বাভাবিক নয় এমন দৃশ্য। তবে দেখা গেল, সেখানে এক মা আর তা মেয়ে পড়ছেন।

ঢাকার ধানমণ্ডির ৭ নম্বর রোডের ফুটপাতে রাতে এ দৃশ্য নিয়মতি দেখা যায়। ফুটপাতে বসে ঝুঁকে ঝুঁকে পড়ছে একটি কিশোরী। পাশে একজন মায়ের বয়সী নারী, তিনিও পড়ছেন কিছু একটা।

জানা গেছে মেয়েটির নাম জানা যায়নি। সে ধানমন্ডির ৫ নম্বর সড়কের একটি সুবিধাবঞ্চিত স্কুলের ছাত্রী। ওই স্কুলের নাম সুরভী।

ওই এলাকার বাসিন্দা জুবাইদা আরজু সোমা ফেসবুকে লেখেন, ‘এই মেয়েটি আমার চোখের সামনে বড় হল। সে সুরভী (সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য একটি স্কুল, ধানমন্ডি ৫ নম্বরে স্কুলটি) স্কুলে পড়ে। আমি প্রায়ই ওকে খাতা-পেন্সিল দেই’।

‘ওর সাথে আরেকটি ছেলে থাকে, ৭/৮ বছর বয়েসি….যার দুটো পা ও একটা হাত নেই। শুধু ডান হাতটা আছে। দুজনে মিলে সন্ধ্যায় স্ট্রিট লাইটের নিচে বসে পড়ে’ ❤❤❤

‘গত বছরের দিকে সন্ধায় হাঁটতে বের হয়ে মেয়েটিকে আমি কয়েকদিন পড়িয়েছি।’

বুধবার ওই বালিকার ছবি ফেসবুকে শেয়ার দিয়েছে বাংলাম্যাগ।

এরপর ছবিটি ভাইরাল হয়।