বইমেলায় সাড়া জাগিয়েছে আবু বকর সিদ্দিকের কাব্যগ্রন্থ ‘৭ই মার্চ’

জমে উঠেছে অমর একুশে বইমেলা। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত পাঠক, লেখক, কবি, সাহিত্যিক আর শিশুদের ভিড়ে মুখর হয়ে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। আসছে নতুন-নতুন বই।

এবারের মেলায় বইপ্রেমীদের পছন্দের তালিকায় আছে কবি আবু বকর সিদ্দিকের বঙ্গবন্ধু ও স্বাধীনতানির্ভর কাব্যগ্রন্থ ‘৭ই মার্চ’। বই মেলার-৪৪৫ নম্বর স্টলে গিয়ে বইটির বেশ পাঠক চাহিদা দেখা গেছে।

বইটিতে উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন, ৭ই মার্চের জ্বালাময়ী ভাষণ, বাঙালি জাতির অধিকার আদায়ের চেষ্টা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের প্রকৃত ইতিহাস।

বইটি সম্পর্কে কবি আবু বকর সিদ্দিক বলেন, এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। ৭ই মার্চে বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণে শতধাবিভক্ত জাতি কিভাবে এক কাতারে সামিল হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার চিত্র ফুটে উঠেছে। বইটি সবধরনের পাঠক মনের খোরাক মেটাবে বলে মন্তব্য করেন তিনি।