বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসাবে ভার্চুয়ালী যুক্ত হন জেলা প্রশাসক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ ২০৪১ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প-২, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ এ বিশেষ দশ উদ্যেগ গ্রহণ করেছেন। এ উদ্যোগ বাস্তবায়নে কর্মশালায় অংশগ্রহণকারীদের কাছ থেকে সমস্যাগুলো চিহ্নিত করে ও তা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

কর্মশালায় উপজেলার জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, ব্যবসায়ী ও কলেজ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।