‘বিএনপিকে কখনো মুজিবনগর দিবস পালন করতে দেখিনি’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আজকের এ দিনটি বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো পালন করে। বিএনপিকে কখনো এ দিনটি পালন করতে আমরা দেখিনি। যে সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদের যে সরকারের কর্মচারী হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এ সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এ দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে, সেটাই প্রশ্ন। ’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুকে স্মরণ করেন গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়। এরপরই সেখানে ঢল নামে আওয়ামী লীগ ও এর সহযোগী-সমমনা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের। মহান স্বাধীনতার রূপকারকে তাঁরা স্মরণ করেন গভীর শ্রদ্ধায়।