বিএনপি’র ডাকা তিনদিনের অবরোধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা দেশব্যাপী টানা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় পলাশবাড়ী এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, রেড পয়েন্টসমুহ পরিদর্শন করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

তিনি বলেন, হরতাল-অবরোধের নামে কেউই যদি আগুন সন্ত্রাস কিংবা নাশকতার চেষ্টা করে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশের। দায়িত্ব পালন করতে গিয়ে যারা পুলিশকে মেরেছে ইতোমধ্যেই তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন ও পলাশবাড়ী পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সোবহান মন্ডল বিচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।