বিচ্ছেদ এড়াতে হলে কোন বয়সে বিয়ে করবেন, জানালো সমীক্ষা

কেউ কৈশোর পেরিয়েই পেয়ে যায় জীবনসঙ্গী। আবার কারও মনের মানুষ খুঁজে পেতে চল্লিশ বছরও পেরিয়ে যায়।

তাই বিয়ে করার সত্যিই হয়তো কোন বয়স হয় না। কিন্তু বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, বিয়ের বয়স না থাকলেও বিয়ে কতটা সফল হবে তা অনেকটাই নির্ভর করছে কত বছর বয়সে বিয়ে করছেন তার ওপর।

উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস এইচ উলফিঙ্গার জানাচ্ছেন, যারা ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে বিয়ে করেন তাদের বিচ্ছেদের সম্ভাবনা সবচেয়ে কম। এই গবেষণার জন্য উলফিঙ্গার ন্যাশনাল সার্ভে অব ফ্যামিলি গ্রোথের ২০০৬-২০১০ ও ২০১১-২০১৩ পর্যন্ত তথ্য খতিয়ে দেখেন।

সেই আপসাইড-ডাউন বেলকার্ভ দেখে উলফিঙ্গার জানান,ত্রিশ বছর বয়সে যারা বিয়ে করেন তারা অনেক বেশি প্রাপ্তমনস্ক যেমন হন, তেমনই আর্থিক ভাবেও সফল হন। এই সময় যোগ্য সঙ্গী খুঁজে পাওয়া এবং সঙ্গী নির্বাচন করাও অনেক সহজ হয়।

উলফিঙ্গার আরও জানান, আবার মধ্য তিরিশ পেরিয়ে যতই আমরা চল্লিশের কোঠায় পৌঁছই, ততই বাড়তে থাকে বিচ্ছেদের সম্ভাবনা। ৩২ বছর বয়সের পর বিয়ে করলে প্রতি বছরে বিচ্ছেদের সম্ভাবনা পাঁচ শতাংশ করে বেড়ে যায়।

উল্লেখ্য উলফিঙ্গারের গবেষণার সেই ফলাফলের সঙ্গে মিলে গেছে ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজের সমীক্ষার রিপোর্টও।